স্টাফ রিপোর্টার:
আগামী ২৮ মে ২০২৫ তারিখে “তারুণ্যের রাজনৈতিক অধিকার” প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করার উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন ইসলাম লিংকন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী।
সভাটি সঞ্চালনা করেন যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দ্বীন ইসলাম দিনা।
এতে আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা অন্তর্গত ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসানুল কবির ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মাসুদ, যাত্রাবাড়ী থানা জিয়া মঞ্চের আহ্বায়ক আনোয়ার হোসেন আকাশ, এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, মহিলাদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সভায় আগত নেতারা কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান।