নিউইয়র্কে বাংলাদেশি তরুণ নিহতের তদন্ত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

 স্বাধীন সংবাদ  প্রতিবেদন 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের কুইন্স এলাকায় নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর নিহতের ঘটনার তদন্ত হচ্ছে। এ বিষয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বাসায় গিয়ে উইন রোজারিওর পরিবারের সঙ্গে দেখা করেছেন। জানা গেছে, সেখানে পুলিশের গুলি করার প্রয়োজন ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি এবং এর তদন্ত করা হচ্ছে। তদন্তে পুলিশের ‘ওভার-রিঅ্যাকশন’ বা দোষ প্রমাণিত হলে কর্তৃপক্ষ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, সোমালি জলদস্যুদের কবল থেকে নাবিকদের নিরাপদে উদ্ধার ও এমভি আব্দুল্লাহ জাহাজকে মুক্ত করার জন্য সোমালিদের সঙ্গে যোগাযোগ চলছে। আলোচনার মাধ্যমে খুব শিগগিরই সমাধান হবে বলে আশা করি। বাংলাদেশি নাবিকরা সবাই কেবিনে আছেন, ভালো আছেন, তাদের ওপর জলদস্যুরা কোনো নির্যাতন করছে না।

এদিকে, আশ্রয় নিতে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সামরিক সদস্যদের ফেরত পাঠানো নিয়ে প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ জানান, মিয়ানমারের মেজর, ক্যাপ্টেন ও সার্জেন্ট র‌্যাংকের তিন সামরিক সদস্য নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তারা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হেফাজতে আছেন। বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সব সামরিক সদস্যকে নৌপথে ফেরত পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *