নির্মানাধীন ইমারত সমূহের সামনের রাস্তা/ফুটপাতে রাখা নির্মান সামগ্রী অপসারণ কার্যক্রম পরিচালনা রাজউক জোন ৫/৩ এর

স্টাফ রিপোর্টার:
শনিবার  (৩০ মার্চ ) সকাল ১০টা থেকে কার্যক্রম পরিচালনা শুরু হয়  শেষ হয় দুপুের ৩টায় ।
রাজধানীতে ধানমন্ডি এলাকায় নির্মানাধীন ইমারত সমূহের সামনের রাস্তা/ফুটপাতে রাখা নির্মান সামগ্রী অপসারণ কার্যক্রম পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
রাজধানীর বিভিন্ন এলাকায় নির্মানাধীন ইমারতের সামনের রাস্তা/ফুটপাতে নির্মান সামগ্রী রেখে নির্মান কাজ পরিচালনা করার ফলে জনগনের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং একই সাথে নির্মান সামগ্রী বাতাসে উড়ে পরিবেশ দূষণ হচ্ছে।
এই কারণে জনগনের চলাচলের স্থান সচল রাখতে এবং একই সাথে পরিবেশ দূষণ মুক্ত রাজধানী গড়তে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই জন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
পরিদর্শক জানান  কোন নিয়ম নীতি মানছেন না। তাদের সতর্ক করেছি   নিজ দায়িত্বে না ভাঙলে পরবর্তীতে আরো জরিমানা করা হবে,কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *