নেতানিয়াহুর হার্নিয়ার অপারেশন

স্বাধীন সংবাদ  প্রতিবেদন:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হার্নিয়ার অস্ত্রোপচার হবে। রোববার রাতে যুদ্ধকালীন মন্ত্রীসভার সঙ্গে বৈঠক শেষেই অপারেশনের টেবিলে যান তিনি।

নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় নেতানিয়াহুর চিকিৎসকরা হার্নিয়ার খোঁজ পান। রোববার (৩১ মার্চ) এই অস্ত্রোপচার হবে।

এ সময় তাকে পুরোপুরি অজ্ঞান করা হবে।

অস্ত্রোপচারের পর হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হার্নিয়ার চিকিৎসায় অস্ত্রোপচারের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বাস্থ্য ‘চমৎকার’ রয়েছে।

হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের পরিচালক অ্যালন পিকারস্কি সকালে এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রক্রিয়াটি সফলভাবে শেষ হয়েছে এবং নেতানিয়াহু জেগে আছেন, তিনি তার পরিবারের সঙ্গে কথা বলছেন এবং তার পরিস্থিতি ভালো।

এর আগে গত বছর ৭৪ বছর বয়সী রাজনীতিকের দেহে অস্ত্রোপচার করে পিসমেকার স্থাপন করা হয়েছিল।

নেতানিয়াহুর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন উপপ্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন। দখলদার ইসরাইলের বিচারমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন ইয়ারিভ লেভিন।

শনিবারও নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে অনেক মানুষ জড়ো হন। তখন সেখান থেকে অন্তত ১২ জনকে গ্রেফতার করা হয়।

পদত্যাগের চাপের মধ্যেই এখন হার্নিয়ার অপারেশন করতে ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে নেতানিয়াহুকে।

অপারেশন শেষে কয়েকদিন সবধরনের কাজকর্ম থেকে বিরত থাকতে হবে ইসরাইলি প্রধানমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *