নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কানারামপুর বাজারে খুররম খান চৌধুরী কমপ্লেক্সের সামনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল এর পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নান্দাইল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠানে ১১নং খারুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণত সম্পাদক আতাউল করিম অলির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আবদুল মান্নান মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদির, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ এনামুল হক, ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক উপদেষ্টা ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সাদেক, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ নুরুল হক সহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও নান্দাইল উপজেলার একটি পৌরসভা এবং তেরটি ইউনিয়ন থেকে আগত সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু-রোগমুক্তি, তারেক রহমান’র সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কমনা করে এবং জাতীর শ্রেষ্ঠ সন্তান নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে চার বারের নির্বাচীত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী’র রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।