উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিজয়ী হলে- তৌহিদুল ইসলাম মুক্ত

স্টাফ রিপোর্টার :

আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলাম মুক্ত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টার সময় প্রেসক্লাব আলফাডাঙ্গা অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি দৈনিক মুক্ত খবর স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান চাকলাদার আপেল ও পরিচালনায় বোয়ালমারী বার্তা স্টাফ রিপোর্টার সহ-সভাপতি মুকুল শরীফ।

তৌহিদুল ইসলাম মুক্ত বক্তব্যে বলেন, উপজেলায় দীর্ঘদিনের অনিয়ম, মাদক, সন্ত্রাস, জুয়া নির্মূলসহ অসহায় মানুষের ডিজিটাল ও নাগরিক সেবা নিশ্চিত করাসহ অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন করার উদ্দেশ্যে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করতে আগ্রহী।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নিজেকে দুর্নীতিমুক্ত হিসাবে দাবি করেন। একজন সমাজসেবক হিসাবে বিগত সময়ে এলাকাবাসীর পাশে ছিলেন বলেই জনগণ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিবে বলে আশা রাখেন।ছাত্র রাজনীতি থেকে আজও বৌদি উপজেলার জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছেন,দলীয় নমিনেশন উন্মুক্ত থাকায় ব্যাপক সাড়া পেয়েছেন,তার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ বলে দাবি করেন তিনি।

চেয়ারম্যান হলে উপজেলায় কম্পিউটার এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যবস্থা করে দেব। শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থাসহ উপজেলাকে মডেল হিসাবে রূপান্তর করবো ইনশাআল্লাহ।

এ সময় সংবাদ দিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,দীর্ঘদিন ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামী লীগ করেছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে কাজ করে চলেছি, জাতীয়,উপজেলা, ইউনিয়ন নির্বাচনেগুলোতে নৌকা প্রার্থীর পক্ষে করেছি। গত উপজেলা নির্বাচনে আমি দলীয় নমিনেশন চেয়েছিলাম না পেয়ে বিদ্রোহী প্রার্থী না হয়ে অনুযায়ী ওই প্রার্থীর পক্ষে কাজ করেছি।আলফাডাঙ্গা ১২৩টি গ্রামে নিরব ভাবে কাজ করেছি ফলে আমার কোন বাধা বিপত্তি নেই নির্বাচিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেমাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কাজ করে যাব এলাকার নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কাজ করব। উপজেলা কে মডেল হিসেবে গড়ে তুলতে সরকারি প্রচেষ্টার সহযোগিতা করব।বেকার যুবকদের প্রকৃত মেধাবিকাশিত করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলব। আইসিটি খাতে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবো। ঢাকা মুখে না করে নিজ এলাকাভিত্তিক স্বনির্ভরতা অর্জনের ভূমিকা রাখব নদী ভাঙ্গন তিনটি ইউনিয়নে এখনো কিছুটা অবহেলিতরয়েছে ওই এলাকা পরিকল্পিত উন্নয়নের সজাগ দৃষ্টি রাখব স্বাধীনতার স্বপক্ষে রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জসরকারের পক্ষে মোকাবেলা করবমাদক ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সাথে কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দা নাজনীন, কার্যকারী সদস্য দৈনিক স্বাধীন সংবাদ স্টাফ রিপোর্টার মো: মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদকআমার সংবাদ প্রতিনিধি প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, সদস্য আমাদের নতুন সময়ের ইসরাফিল ফকির, দৈনিক গণসংহতি প্রতিনিধি তৈয়বুর রহমান, সাপ্তাহিক আল হালাল প্রতিনিধি ফেরদৌস খান,দৈনিক গোয়েন্দা সংবাদ প্রতিনিধি বুখারী মল্লিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *