বাকেরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী’র আয়োজন

মোঃ লুৎফর রহমান খান :
বরিশালের বাকেরগঞ্জে গত ১৮ এপ্রিল – ২০২৪ রোজ বৃহস্পতিবার “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জেএস ইউ মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সারা দেশের ন্যায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রানিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় বরিশাল -৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রদর্শনী’র বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত পশু-পাখি পালন খামারীদের কাছে পশু- পাখির পালনের বিভিন্ন সুবিধা – অসুবিধার কথা জানতে চান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. সুশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা অনন্যা কবীরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আ. লীগ সহ-সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, পৌর আ. লীগ সভাপতি মোঃ মশিউর রহমান জোমাদ্দার, আ.লীগ নেত্রী জাহানারা মাহবুব, জে এস ইউ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( অব.) মিজানুর রহমান ডাকুয়া এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার উৎসুক মানুষ। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অন্যান্য অতিথিদের সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি খান আলতাফ হোসেন বুলু। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন।প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আপনারা খামারিদের সঠিক পরামর্শ দিবেন যাতে তারা লাভবান হতে পারেন । তাদের দেখে অন্যরাও এ কাজে আকৃষ্ট হবে, এতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে । তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন তোমরা পড়া-লেখা শেষ করে চাকরীর পিছনে না ছুটে নিজেদের এ কাজে নিয়োজিত করলে বেকরত্বের হার হ্রাস পাবে, এতে নিজেরাও লাভবান হবে এবং এর মাংস, দুধ ও ডিম দেশে আমিষের চাহিদা পূরণ করবে। এখানে উল্লেখ্য- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় সারাদেশে একযোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *