খিলগাও সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ শহিদুল ইসলাম কাজলের নামে বেনামে রয়েছে একাধিক জমি ও ফ্লাট

মোঃ শামীম হোসন:

খিলগাও সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ শহিদুল ইসলাম কাজল দীর্ঘদিন যাবত খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসে চাকরি করার সুবাদে অবৈধভাবে ঘুষ বাণিজ্যের মাধ্যমে ইনকাম করেছেন কোটি টাকা।  সূত্রে জানা গেছে , ঢাকা শহরের সাতারকুল বাড্ডা এলাকায় গড়ে তুলেছেন ৩৬ শতাংশ জমির উপর বিশাল অট্টালিকা যা দেখে হতবাক সাধারণ মানুষ। এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নামে বেনামে রয়েছে একাধিক জমি ও ফ্লাট। সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ নকল লেখে এত টাকার মালিক কিভাবে হলো ? সূত্রে আরো জানা গেছে খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার এর সাথে আঁতাত করে সকল অনিয়ম ও অন্যায়ের সিন্ডিকেট এর প্রধান হোতা এই শহিদুল ইসলাম কাজল। খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের  ওমেদার , পিয়ন ও সাব রেজিস্টার সবাই মিলে গড়ে তুলেছেন একটি  সিন্ডিকেট। এ বিষয়ে শহিদুল ইসলাম কাজলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বাড়ি আমার, আমি করেছি , আপনাদের সমস্যা কি ? শহিদুল ইসলাম আরও বলেন আমি কষ্ট করে মেধা ও বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করেছি আপনাদের সাংবাদিকদের কি আর কোন কাজ কাম নেই। আপনাদের মাথায় বুদ্ধি থাকলে আপনারাও আমার মত বাড়ি-গাড়ির মালিক হতে পারবেন।  যদি কাজ না থাকে তাহলে আমাকে বলেন , আমি সাবরেস্ট্রি অফিসে আপনাদের নকল নবীশ হিসেবে চাকরি দেব,  তখন আপনারাও বাড়ি গাড়ি করতে পারবেন। এ বিষয়ে খিলগাঁও সাব রেজিস্টারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি কোন কথা বলবেন না বলে জানান। এ বিষয় আরো বিস্তারিত নিয়ে আসছি আমরা….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *