অভিনব কৌশলে মাদক ব্যবসা অবশেষে গ্রেফতার

আলমাস হোসেন ,ঢাকা জেলা প্রতিনিধি
সরাসরি টেকনাফ থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক কিনে আনেন মাসুদ মৃধা। স্ত্রী তানিয়া বেগমকে দিয়ে তা সাভারের আশুলিয়ায় সেবনকারীদের কাছে পৌঁছে দেন তিনি। আশুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন এই দম্পতি। অবশেষে রোববার তিন সহযোগীসহ পুলিশের হাতে আটক হয়েছেন তাঁরা।
 সোমবার দুপুরে আটক পাঁচজনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার   আদালতে পাঠায় আশুলিয়া থানা-পুলিশ। রোববার বিকেলে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাসুদ মৃধা (৩২), তাঁর স্ত্রী তানিয়া বেগম (২৪), রবিউল ইসলাম ওরফে রাসেল মৃধা (৩৫), বাগেরহাটের নজরুল ইসলাম জসিম (২৭) ও দিনাজপুরের আক্তার হোসেন (৩৫)। মাসুদ-তানিয়া দম্পতি আশুলিয়ার ছনটেকি এলাকায় আইয়ুব আলীর বাড়িতে ভাড়া থাকতেন। অন্যরাও আশুলিয়ার বিভিন্ন এলাকায় থাকতেন।
তাঁদের কাছ থেকে ৩০৫টি ইয়াবা ও ৪০০ পুরিয়া হেরোইন জব্দ করেছে পুলিশ। মাসুদের বিরুদ্ধে সাভার, আশুলিয়াসহ বিভিন্ন থানায় মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলার তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাসুদ নিজেই টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে আশুলিয়ায় আনতেন। শুঁটকি ও বিভিন্ন কাঁচামালসহ অন্য মালামালের মধ্যে লুকিয়ে মাদক নিয়ে আসতেন তিনি। স্ত্রীকে সঙ্গে নিয়েই ফ্ল্যাটে বসে সেই মাদক প্যাকেজিং করতেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অনেক সময়ই স্ত্রী তানিয়াকে দিয়ে খুচরা ক্রেতা বা সেবনকারীদের কাছে মাদক সরবরাহ করাতেন মাসুদ।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশনস) নির্মল কুমার দাস বলেন, ‘আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না আমরা তদন্ত করে দেখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *