কামরুল ইসলাম:
দয়ালও দয়াল বাবা ফোরকারউব রহমান তোমার রহমতের ভান্ডার হতে জনগনের দিয়োনা পিরায়া জনগণ বড় অসহায় । তোমার দরবারে পড়িয়া কান্দি জনগণরে দিওনা পিরিয়া তাকব তোমার গোলাম হইয়া দিওনা পিরায়া। তাকব তোমার গোলাম হইয়া দিওনা পিরায়া চায়না প্রতিধান আমার দয়ালু দয়াল বাবা ফোরকানুর রহমান। আমি তোমার পোষা পাখি নিদন কালে তোমার নাম ধরিয়া ডাকি আমারে দিওনা পাকি লোহাগাড়া উপজেলার সোলতান।চাইতে জানলে খালি জায়না এই ভবে সংসারে আমাকেও জায়গা দিও তোমার ও চরণে বিনয় করি নত শিরে হয়োনা পাষাণ। আমার পাপে ভরা অন্তর আমার মন পুড়ে চাই তুমি বিনে জনগণের আর ভরসা নাই কামরুল তোমার দরবারে পড়িয়া কান্দে দিওনা পিরায়।তুমি জনগণের এক মাত্র সহায়।