চট্রগ্রাম অফিস:
ডিগ্রি ২য় বর্ষের ছাত্র শ্রীকান্ত শীল (২১) অভিযোগ করেন যে, মোঃ আসিফ (২৩) নামের এক ব্যাক্তির সহিত ঘটনার ৩/৪ দিন পূর্বে ইমু অ্যাপের মাধ্যমে পরিচয় হয় এবং তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। একপর্যায়ে মোঃ আসিফ (২৩) শ্রীকান্ত শীলকে তার সাথে দেখা করতে বলে। শ্রীকান্ত শীল গত ২৫/০৪/২০২৪ খ্রি. রাত আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন রূপনগর আবাসিক গেইটের সামনে গেলে অভিযুক্ত মোঃ আসিফ (২৩) ভিকটিমকে কৌশলে রূপনগর আবাসিকের আদনান ভিলার ৩য় তলার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে পূর্বে থেকে আরও ০৪ জন পুরুষ ও ০২ জন মহিলা উপস্থিত ছিল। মোঃ আসিফ বাসায় ঢুকার সাথে সাথে সকল অভিযুক্তরা ভিকটিম শ্রীকান্ত শীলকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ও নগদ ১,৪৫০/- টাকা নিয়ে নেয় এবং ভিকটিমকে জোরপূর্বক উলঙ্গ করে অভিযুক্ত মোঃ আসিফ (২৩)-এর মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে। তখন অভিযুক্তরা ভিকটিম শ্রীকান্ত শীলের নিকট ১,০০,০০০/- টাকা চাঁদা দাবি করে এবং তাদের দাবিকৃত চাঁদা না দিলে ভিকটিমের উলঙ্গ ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে।