জীবন থাকতে পরিবেশ ধ্বংস করে সিআরবি অভিমুখী দ্বিতল সড়কে Ramp নির্মাণ করতে দেবো না -ড. এম এ গফুর

চট্রগ্রাম অফিস:
আজ ২৭ এপ্রিল বিকাল ৪টায় সিআরবি রেলওয়ে হাসপাতালে চত্বরে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন- বাপসার উদ্যোগে সিআরবি অভিমুখী দ্বিতল সড়কে Ramp নির্মাণের সিদ্ধান্ত বাতিল এবং সিডিএ-র এ বিষয়ে সুস্পষ্ট পরিবেশ বান্ধব পরিকল্পনা ঘোষণার দাবিতে বাপসার সভাপতি এম এ হাশেম রাজুর সভাপতিত্বে বাপসা চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাপসার কেন্দ্রীয় মহাসচিব উদ্ভিদ বিজ্ঞানী পরিবেশবাদী ড. এম এ গফুর বলেন, জীবন থাকতে পরিবেশ ধ্বংস করে সিআরবি অভিমুখী দ্বিতল সড়কে র্যা ম্প নির্মাণ করতে দেবো না। সিআরবি টাইপাস এলাকা চট্টগ্রামের লক্ষকোটি মানুষের অক্সিজেনের প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত। এখানে র্যা ম্প নির্মাণ করে পরিবেশ ধ্বংস করার অধিকার সিডিএ বা সরকারকে কে দিয়েছে? বাংলাদেশের সৌন্দর্য্যরে মহারাণী এই চট্টগ্রাম। আজ সেই চট্টগ্রামকে পাহাড়, গাছ, মাটি, খাল-বিল, কর্ণফুলী নদীর দুই পাড়ে দখল ও দূষণ করে পরিবেশের শক্তিধর এলাকাগুলো ধ্বংস করার দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। বিশ্বমানের পরিবেশবান্ধব নগরায়ন সৃষ্টি করার লক্ষ্যে অবিলম্বে পরিকল্পনা গ্রহণ করুন। বাপসার সভাপতি এম এ হাশেম রাজু বলেন, সিআরবি ও টাইগারপাসকে ধ্বংস করার জন্য যারা বার বার ষড়যন্ত্র করে তাদেরকে চিহ্নিত করে গণদুষমণের তালিক করে সিআরসিতে টাঙিয়ে দেওয়া হবে। সিআরবি আন্দোলনে আমরা সফল হয়েছি। যতদিন পর্যন্ত টাইগার পাস র্যা ম্প নির্মাণের সিদ্ধান্ত সরকার বাতিল না করবে ততদিন পর্যন্ত বাপসা ও চট্টগ্রামবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপসা কেন্দ্রীয় সদস্য জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, বাপসা চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি এম এম কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সংগঠক নুরুল আবছার তৌহিদ, আওরঙ্গজেব খান স¤্রাট, সাবেক ছাত্রনেতা আবু বক্কর সিকদার, রায়হান আলম, এস এম তানভীর, মো. আমির উদ্দিন, তাহেরা মহরম, তাহমিনা আক্তার তাহা, সুফিয়া খাতুন, ছাত্রনেতা রিদুয়ান আলী, মো. রুবেল প্রমুখ। মানববন্ধন শেষে সিআরবি বক্ষব্যাধি হাসপাতাল চত্বর থেকে সাত রাস্তার মোড় হয়ে রেলওয়ে পলোগ্রাউন্ড দিয়ে মিছিল সহকারে টাইগার পাস চত্বরে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদী সমাবেশে যোগদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *