ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাসের মানবিকতায় বেঁচে গেলেন রিক্সাওয়ালা

স্টাফ রিপোর্টার:

মানুষ মানুষের জন্য , মানুষের কল্যান করা আরেকজন মানুষের কাজ । পুলিশ জনগনের বন্ধু এই কথা আজ প্রমানিত।এই গরমের মধ্যে মানুষের বন্ধু পুলিশ ভাইয়েরা কাজ করছে। আজ সকাল ৯.০০ টায় ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের অধীনে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে একজন রিকশাচালক চলন্ত অবস্থায় রিকশা থেকে রাস্তার উপরে ছিটকে পড়ে যান। তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ী মোড়ে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর পবিত্র বিশ্বাসের নেতৃত্বে ট্রাফিক সদস্যগণ তার মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন । যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে নিয়মিতভাবে সাধারণ জনগণের জন্য বিলি করা পানি ও স্যালাইন অসুস্থ রিক্সাওয়ালাকে খাওয়ালে তিনি ক্রমাগত সুস্থ হয়ে সাধারণ অবস্থায় ফিরে আসেন। প্রচন্ড গরমের কারণে রিক্সাওয়ালার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল বলে রিক্সাওয়ালা বলেন । রিক্সাওয়ালা বলেন , সময়মতো যদি পুলিশ ভাইয়েরা আমার যত্নো না নিতেন , তাহলে প্রানে বাচা মশকিল ছিল। তিনি আরো বলেন, আমি মন দিয়ে ট্রাফিক পুলিশ ভাইদের জন্য দোয়া করছি।ওয়ারী বিভাগের মানবিক , সৎ ও পরিশ্রমি উপ পুলিশ কমিশনার (ট্রাফিক ) মহোদয়ের উদ্দোগে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্স থেকে গত ০৬ দিন যাবত পথচারী এবং অসহায় মানুষদের জন্য পানীয় ও খাবার স্যালাইন বিতরণ চলছে। তার সুফল হিসেবে আজ অসুস্থ রিক্সাওয়ালাকে সুস্থ করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে। এ বিষয়ে টি আই পবিত্র বিশ্বাস বলেন, এই গরীব অসহায় রিক্সাওয়ালাকে সেবা করতে পেরে আমি আনন্দিত। সময়মতো সেবা করা না গেলে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *