কামরুল ইসলাম:
পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না
ফোরকান কয় কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়না।
সবার একজন প্রাণের মানুষ মনের মানুষ থাকে।
মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে যাকে।।
যে যাকে ভালবাসে কষ্ট যেন দেনা।
পাথরের আঘাত খুশিতে হাসে
ফুলের আগাতে কেন্দে দুলায় মিশে।
পাথরের আঘাত সয় ফুলের আঘাত সয়না।
ভাল লাগলে সার্থ বুলে ভালবাসিয়ো
ফোরকান কে কয়ো কামরুল মরলে কান্দেনা যেন সে সবার কান্না সইতে পারি ফোরকানের কান্না মন প্রাণে সয়না।
প্রিয় মাষ্টার হাট বাসী আসসালামু আলাইকুম ফোরকান সাহেব আপনাদেরকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে এমন কোন কাজ করবেন না যেন সে মনে প্রাণে দুঃখ পায়। আমরা সকলে আসুন উনি যদি নির্বাচন করেন তাহলে নির্বাচন ওনার পক্ষে করব আর যদি উনি নির্বাচন না করেন তাহলে উনি যাকে সমর্থন দিবে সেটা যদি কলা গাছে হয় তাহলে আমরা সে কলা গাছকে সমর্থন দিব। ফোরকান চৌধুরীর ভালোবাসাতে মূল্যায়ন করবো আর কিছু চাইনা তিনি আপনাদের ভালবাসায় চাই ।