আলমাস হোসেন ,ঢাকা জেলা প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫৫০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ মে) দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবুল হাসান।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার মধ্য গাজীরচট রশিদ মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নাম সুন্দরপুর গ্রামের ওমর আলীর ছেলে মোঃ জেনারুল হক (৩০) ও চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর বাগভাঙ্গা গ্রামের তায়েস আলী ফরিং এর ছেলে মোঃ আলমগীর (৩৫)। তারা উভয়ে আশুলিয়ার গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কবিরপুর বাসষ্ট্যান্ড এলাকায় ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, আশুলিয়ার মধ্য গাজীরচট রশিদ মার্কেট সংলগ্ন দুই সতীনের পুকুরের দক্ষিণ-পশ্চিম পাশে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৫৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে শুক্রবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।