স্টাফ রিপোটার , আমজাদঃ
নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মধ্যে বন্ধ থানা প্রথম ধাপে ৮ তারিখের উপজেলা নির্বাচনে এম রশিদ এর মার্কা দোয়াত কলমের নির্বাচনী প্রচারণায় বন্দরে আনাচে-কানাচে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান এম এ সালাম।বন্দর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের দোয়াত কলম মার্কায় প্রতিটি ইউনিয়নের জনসভায় এবং উঠান বৈঠকে অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান নেতাকর্মীদের নিয়ে একটাই স্লোগান মুক্তিযোদ্ধার জয় স্বাধীনতার জয় দোয়াত কলমের জয় নিয়ে এম এ রশিদকে বন্দর উপজেলার চেয়ারম্যান এর মালা উপহার দিবার প্রত্যয়ে কাজ করা যাচ্ছেন। সালাম চেয়ারম্যানের প্রচারণায় বন্দর উপজেলা প্রতিটি কেন্দ্রের ভোটাররা আনন্দে আপ্লুত জনগনের মুখের কথা দোয়াত কলম এম এ রশিদের নয় পুুরো বন্দর উপজেলার জনগণের মার্কা।