লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা নির্বাচনে যারা নির্বাচিত হলেন

নুর আহাম্মদ মিলন:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বিতীয়বারের মত অধ্যক্ষ মামুনুর রশীদ বিজয়ী হয়েছেন।

একইসাথে এডভোকেট মারুফ বিন জাকারিয়া দ্বিতীয়বারের মত ভাইস চেয়ারম্যান ও হাসিনা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সুচিত্র রঞ্জন দাস।

নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৬৮টি। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৫০২ জন। মহিলা ভোটার ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন। বুথ সংখ্যা ৫৫৯টি। এর মধ্যে নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬৩১২ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশীদ বেসরকারিভাবে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন হাওলাদার (মোটরসাইকেল) পেয়েছেন ৩৪০১৬ ভোট।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *