আক্তার হোসেন বাবু :
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য,মুন্সিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র,গজারিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধি ও ২০২৪খ্রি. সালের এস,এস,সি পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ই এপ্রিল) সকালে জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ডা. আব্দুল গফফার স্কুল এন্ড কলেজ কর্তৃক অত্র বিদ্যালয়ের মাঠে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিনসহ গজারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনসুর আহমেদ খাঁন জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান মীনা আক্তার মিনুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া সংবর্ধনা প্রদান শেষে মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বালুয়াকান্দী ডা. আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এ,এফ,এম আব্দুর রহমান।এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ শের আলী কোম্পানীর ম্যানেজি ড.আব্দুল মান্নান সরকার, ডা:মো:শাহজাহান, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো:মিজানুর রহমান প্রধান,ইমামপুর ইউপি চেয়ারম্যান মো: হাফিজুজ্জামান খাঁন জিতু,টেংগারচর ইউপি চেয়ারম্যান মো:কামরুল হাসান ফরাজী,সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ দেওয়ান,আব্দুস সাত্তার খাঁন,প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো:বশির উল্লাহ প্রমুখ।
তাছাড়া সংবর্ধনায় বিভিন্ন পেশাজীবি সংগঠন ও আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে বরণ করে নেন