অবৈধভাবে জায়গা দখলের পায়তারা করছেন রতন বড়ুয়া

কামরুল ইসলাম :

রতন বড়ুয়ার ১একশতক জাইগায়র মধ্যে অভি বড়ুয়ার ৪ চারশতক জায়গা সহ মোট ৫পাঁচশতক জাইগা জোরপূর্বক অবৈধ ভাবে দখল করার পাঁইতারা করছে রতন বড়ুয়া

সাতকানিয়া চট্টগ্রাম নোয়াপাড়া সোনাকানিয়া

সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের নোয়াপাড়ায়, সোনাকানিয়া মৌজার খতিয়ান নং -১৯২৮ বিএস নং১০২৪১ এই খতিয়ানে পুলিন বড়ুয়া ১শতক জাইগা পাভে আর বাকি ৪চারশতক জায়গা অভি ভড়ুয়ার পত্রিক সম্পত্তির মালিক অভি বড়ুয়ার পিতা অরুণ বড়ুয়া। অথচ উভয়ের পিতার মৃত্যুর পর রতন বড়ুয়া প্রভাব শালি হওয়ার কারণে ১শতক জায়গার পরিবর্তে অভি বড়ুয়ার ৪চারশতক জায়গা সহ মোট ৫ পাঁচশতক জায়গার উপরে জোরপূর্বক ভাবে বাড়ি নির্মাণ করার পাঁইতারা করছে বিভিন্ন খাই দাই। এই বিষয়ে অভি বড়ুয়া বলেন আমি একটু দুর্বল হওয়ায় আমার টাকা পয়সা নেই জন বল নেই বলে, শুধু তাই নয় আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার আইয়ুব আমাদের ওয়ার্ডের মেম্বার না হয়ে ও রতন বড়ুয়ার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে উক্ত জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে গত ২৬তারিখ ভাড়াটি সন্ত্রাসী নিয়ে দেশিয় অস্ত্র সশস্ত্র সজিত অবস্থায় আমাদের উপর হামলা করে এবং ছবিতে আইয়ুব মেম্বার কে লাটি হাতে দেখা যায় স্থানীয়রা বক্তব্যে বলেন আইয়ুব আমাদের ওয়ার্ডের মেম্বার নয় সে টাকার বিনিময়ে এইভাবে কাজ করে, শুধু এই ঘটনা নয় আরও কয়েকটি ঘটনাতে আইয়ুব মেম্বার কে একজনের জাইগা অন্যজনকে দখল করে দিতে দেখেছি। আইয়ুব মেম্বারের বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও প্রশাসন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি সে একজন জনপ্রতিনিধি হয়ে কি করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম করে বেড়ায়, এই আইয়ুব মেম্বারের বিষয়ে এমপি মোতালেব সিআইপি এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সহজ সরল নিরীহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *