হারিয়ে যাওয়া মধ্যবয়সী প্রতিবন্ধী নারী দেড় বছর পর ফিরে পেল তার আপন ঠিকানা

পাইকগাছা খুলনা প্রতিনিধি:
ঝখুলনার দৌলতপুর থেকে হারিযে যাওয়া মানষিক ও শারীরিক প্রতিবন্ধী মধ্যবয়সী নারী দেড় বছর পর ফিরে পেলো তার আপন ঠিকানা।পাইকগাছা উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান ও কাগজী প্রতিবন্ধী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা কে এম আরিফুজ্জামান তুহিন তাকে পরিবারের হাতে তুলে দেন। এনিয়ে গত এক বছরে তিনি তিন জন প্রতিবন্ধীকে পরিবারের কাছে তুলে দিয়েছেন।এছাড়াও দেড় মাস যাবৎ তার হেফাজাতে রয়েছে ৩০ বছরের বাক ও শারীরিক প্রতিবন্ধী আরও এক যুবক।জানা যায়, সাতক্ষীরার পদ্ম পুকুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে খোদেজা বেগম (৫০) বাগেরহাটের মৃত নুর মোহম্মদ গাজীর স্ত্রী। সংসারে রয়েছে এক ছেলে মোশাররফ (২০) ও এক মেয়ে রেশমা (১৮)। সে মানষিক ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে ২০২৩ সালের প্রথম দিকে খুলনার দৌলতপুর থেকে হারিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। রোববার রাতে ভিলেজ পাইকগাছার বাসন্তী মন্দিরে দেখে স্থানীয় তুষার মন্ডল লস্কর ইউপি চেয়ারম্যান ও কাগুজী প্রতিবন্ধী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা কেএম আরিফুজ্জামান তুহিন কে মুঠোফোনে বিষয়টি অবহিত করেন। বিষয়টা শোনার পর তিনি ঘটনাস্থলে পৌঁছে তাকে তার বাড়ীতে নিয়ে যায়। তারপর কাছ থেকে জেনে শুনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করেন। এবার তিনি পরিবারের সাথে যোগাযোগ করে তাদের ডেকে এনে সোমবার তার আপন ভাই শহিদুল ইসলামের হাতে তাকে তুলে দেন।এ নিয়ে গত এক বছরে ২ জনকে নিজ পরিবারের হাতে তুলে দিতে পেরেছেন তিনি। প্রতিবন্ধীদের নিয়ে এসব কাজ করার কারণে ইতোমধ্যে তিনি প্রতিবন্ধীদের অভিভাবক খ্যাতি পেয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব মানুষের কথা কেউ ভাবেনা, তাদের পিছনে কেউ থাকেনা একারণে আমি প্রতিবন্ধীদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *