সদস্যদের এসএসসিতে উত্তীর্ণ সন্তানদের সংবর্ধনা দিলো সাংবাদিক ইউনিয়ন বগুড়া

মেহেদী হাসান লিটন,বগুড়াঃ 
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্যদের ছেলে-মেয়ে যারা এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেয়া হলো। সোমবার
দুপুরে শহরের স্কাইভিউ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মেধাবী ছেলে-মেয়েদের হাতে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নেতৃবৃন্দ। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক মুক্তবার্তা’র সম্পাদক ও অবিভক্ত বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান।সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী,সিনিয়র সদস্য ও দৈনিক দূরন্ত সংবাদ এর সম্পাদক সবুর শাহ লোটাস,সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ সাইন,সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ,রাহাত আহমেদ রিটু, মোস্তফা মোঘল,সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহ-সভাপতি আব্দুস সাত্তার,যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ,কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান,দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ,নির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল। সংবর্ধিত মেধাবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সিনিয়র সদস্য, নয়াদিগন্তের বগুড়া ব্যুরো প্রধান আবুল কালাম আজাদের মেয়ে আকিলা বিনতে আজাদ। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকে ৯ জন মেধাবী সন্তানের হাতে সম্মাননা ক্রেস্টসহ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল ২টি করে বই, কলম, মগ, ব্যাগ এবং ১ হাজার টাকার প্রাইজবন্ড। সভাপতি গনেশ দাস বলেন, ‘আমাদের মেধাবী সন্তানদের উৎসাহ দিতেই এই আয়োজন। আমাদের সন্তানরা আলোকিত মানুষ হয়ে বাবা-মা এবং আমাদের মুখ উজ্জল করলেই আমাদের এই আয়োজন সার্থক হবে।’ সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ বলেন, `সাংবাদিকদের রুটি-রুজির সংগঠন হিসেবে আমাদের সদস্যদের সন্তানদের সাফল্যে আমরাও গর্বিত। এ সকল মেধাবী সন্তানরা একদিন মানুষের মত মানুষ হয়ে দেশের সম্পদে পরিত হবে এটা আমাদের প্রত্যাশা। সাংবাদিক ইউনিয়ন বগুড়া সদস্যদের সন্তানদের পড়ালেখায় উৎসাহিত করতে ভবিষ্যতে শিক্ষাবৃত্তি চালুর চিন্তা ভাবনা করছে।’
সংবর্ধিত মেধাবীদের পরিচয়:
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য আবুল কালাম আজাদের মেয়ে আকিলা বিনতে আজাদ, কালাম আজাদের মেযে ওয়ারিফা আজাদ, জাফর আহম্মেদ মিলনের ছেলে মাশরুফ আহম্মেদ মাহিন, এটিএম সাদিকুর রহমান লিটনের মেয়ে সাদিয়া আফরোজ, রবিউল ইসলাম সাজু’র জমক মেয়ে তাসনিয়া ইসলাম সিজা ও তাসফিয়া ইসলাম ছোঁয়া, পারভীন লুনার মেয়ে জান্নাতুল মাওয়া নাদিয়া, ইউনুস আলীর ছেলে মামুনুর রহমান এবং আব্দুল মজিদের ছেলে রেদওয়ানুল ইসলাম রিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *