নিজস্ব প্রতিনিধিঃ
অস্ট্রেলিয়ায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকি পালন করেছে অস্ট্রেলিয়া বিএনপি।
অনুষ্ঠানে শহীদ জিয়ার জীবনাদর্শের উপর আলোকপাত ও জিয়াউর রহমান এর আদর্শকে বাস্তবায়ন করে দেশ ও জাতির মুক্তির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি-অস্ট্রেলিয়া মহাদেশের সাংগঠনিক সমন্বয়ক জনাব মোহাম্মদ রাশেদুল হক, ভার্চুয়ালি যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হায়দার আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ন সম্পাদক পদমর্যাদা) জনাব মোঃ অমি ফেরদৌস এবং বিএনপি অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফুল আলম রনি। উক্ত দোয়া ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-জনাব ডক্টর সালেকুজ্জামান, জনাব ইঞ্জিনিয়ার হাসনাইন ইব্রাহীম, জনাব রুহুল ইসলাম সরদার ও জনাব মোঃ জাহিদ খান। আলোচক বৃন্দ সকলেই শহীদ জিয়ার জীবনাদর্শের উপর আলোকপাত করেন এবং শহীদ জিয়াউর রহমান এর আদর্শকে বাস্তবায়ন করে দেশ ও জাতির মুক্তির আহ্বান জানান। উক্ত দোয়া ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জনাব মোঃ মমিন ইসলাম, জনাব মোঃ ফারুক, জনাব কাজী সিফাত ইসলাম সহ বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে প্রায় ৭ বছর বন্দি করে রাখা হয়েছে। সরকারের হীন চেষ্টা ব্যর্থ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে। আজকে দেশের মানুষের আস্থাস্থলে পরিণত হয়েছেন তারেক রহমান। আজকে এই তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলছেন প্রধানমন্ত্রী। যেদিন সে আসবে তার ঢেউয়ে আপনারা কোথায় যাবেন।
পরিশেষে, মহান আল্লাহ তায়ালার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং মুসলিম বিশ্বের সকলের মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।