নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি ২০২৪ইং মেধা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় আব্দুল্লাহ আল কায়সার এমপি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি ২০২৪ কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাঙ্গনে শতশত শিক্ষার্থী ও অবিভাবকদের উপস্থিতিতে ২৮ টি মাধ্যমিক স্কুল, ১০ টি মাদ্রাসা ও ১ টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামলী চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে কৃতকার্য শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এর আগে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সোনারগাঁয়ের রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সকল পেশাজীবি মানুষদের ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট সোনারগাঁ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিশেষ নজরদারি করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *