সিংগাইরে র‌্যাব পরিচয়ে স্বর্ণ ডাকাতির ঘটনায় আরো ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৪৮ ভরি স্বর্ণালংকার

মোঃ জাহাঙ্গীর আলম :
গত ১ জুন  সিংগাইর থানাধীন জামশা আমতলা সাকিনস্থ বাধন ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্যরা একত্রিত হয়ে ঢাকা জেলার দোহার থানাধীন জয়পাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার(৩৮) ও তার দুই কর্মচারীর আরোহীত সিএনজি গাড়ী থামিয়ে র‌্যাব সদস্যের ভূয়া আইডি কার্ড প্রদর্শন করে র‌্যাব সদস্য (সরকারী কর্মচারী) পরিচয় দিয়ে ৯৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও স্বর্ণের পাত,০২টি মোবাইল ফোন লুন্ঠন করে। লুণ্ঠিত মালামালে সর্বমোট আনুমানিক মূল্য ৯৮,৪৫,৭০০/- টাকা। লুন্ঠন শেষে স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা হায়েচ গাড়ী ও মোটর সাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় দক্ষিণ জামশা বাজার মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর যানজটে পড়লে ঘটনাস্থল হতে আসা লোকজন হায়েচ গাড়ীটি আটক করে সুমন হালদার ও তার কর্মচারীদের উদ্ধার করে এবং তিনজন ডাকাতকে আটক করে । মোটর সাইকেলে থাকা অপরাপর ডাকাতরা লুন্ঠিত স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী গোলাইডাঙ্গা বাজার হতে উত্তেজিত জনতা আরো এক ডাকাতকে গ্রেফতার করে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের হেফাজতে নেওয়াসহ ডাকাতি কাজে ব্যবহৃত হায়েচ গাড়ী এবং দুইটি ভূয়া র‌্যাব পরিচয়পত্র জব্দ করেন। স্বর্ণ ব্যবসায়ী ভিকটিম সুমন হালদার বাদী হয়ে  সিংগাইর থানায় একটি মামলা করেন।
মামলা রুজু হওয়ার পর মানিকগঞ্জ জেলা পুলিশের সকল উর্ধ্বতন অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় ও দিক-নির্দেশনায় সিংগাইর থানার চৌকশ অভিযানিক টিম ১২/০৬/২০২৪ খ্রি: মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার অন্তর্গত কুচিয়ামোড়া টোলপ্লাজা এলাকা হতে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এজাহারনামীয় পলাতক আসামী সিদ্দিক শেখ(৫০), পিতা-আহম্মদ শেখ, সাং-রঘুনন্দনপুর (কোমরপুর), থানা-কোতয়ালী (ফরিদপুর), জেলা-ফরিদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ডাকাত সিদ্দিক শেখ এর নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত অপর ডাকাত শাহ আলম মিয়া (৪৮), পিতা-মৃত আবুল কালাম মিয়া, সাং-শ্রীপুর, থানা ও জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করতঃ উক্ত ডাকাতের দেখানো মতে তার বসতবাড়ীর গোয়াল ঘর হতে লুন্ঠিত স্বর্ণালংকারের মধ্যে হতে বিভিন্ন আইটেমের সর্বমোট ৪৮(আটচল্লিশ) ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেন। অদ্য ১৩/০৬/২০২৪ইং তারিখ  গ্রেফতারকৃত ডাকাতদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *