লক্ষীপুর চন্দ্রগঞ্জে সজীবের খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল

নুর আহাম্মদ মিলন:

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা এম সজীবের খুনিদের জামিনের প্রতিবাদে এবং অবিলম্বে প্রধান আসামি কাজী মামুনুর রশীদ বাবলুসহ খুনিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

বুধবার (১২ জুন) রাত আটটায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

মিছিলটি চন্দ্রগঞ্জ থানা শহরের নিউ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন করে পুনরায় একই জায়গায় এসে সমাবেশ করে।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. মাসুদুর রহমান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, ইউপি সদস্য শাহপরান শাকিল, যুবলীগ নেতা শেখ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, খুনিরা কীভাবে উচ্চ আদালতে জামিন পায়। তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? কেউ মানুষ খুন করে যদি কারাগারে না গিয়ে জামিন পায়, তাহলে সেই খুনিরা অপরাধ করতে আরো উৎসাহিত হবে। তাই, অবিলম্বে এম সজীবের খুনিদের জামিন বাতিল করে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবী জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *