মোঃ কামাল হোসেন:
মাদারীপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান শড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা অঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান,
জেলা যুবলীগের সহ-সভাপতি আক্তার হাওলাদার,
সহ-সভাপতি রেজাউল আকন,যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুব খান,পৌর যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন। পৌর আওয়ামী লীগ নেতা আকাইদ হোসেন স্বপন খানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠেনর নেতৃবৃন্দ।