বরিশালের বাউফলে জমিজমা দ্বন্দ্বে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মনিরুল ইসলাম শাহীন (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে, গত সোমবার ৫ ই আগস্ট বিকেলে আনুমানিক সাড়ে পাঁচ টার দিকে যখন সরকারের পদত্যাগ নিয়ে সবাই মাঠে আন্দোলন নিয়ে হইচই ঠিক তখনই একদল ভূমিদস্যুরা তাদের মিশনে। উপজেলার মদন পুরে মৃধা মেডিসিনের দোকানে প্রবেশ করে ১০/১২/জন সন্ত্রাসীরা তারা শাহীনকে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে হত্যা করে রেখে ফেলে যায়।
এই খবরে নিহত শাহীনের বাবা মোসলেম মৃধা দুরত্ব ঘটনা স্থানে আসলে তাকেও কুপিয়ে হাত পায়ে মাথায় শরীরের বিভিন্ন জায়গায় জখম করে রেখে ফেলে যায়। সন্ত্রাসী বাহীনীরা বর্তমান তিনি সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন,নিহত শাহীনের স্ত্রী ময়না বেগম আমাদেরকে জানান ৫ ই আগস্ট বিকালে পূর্ব পরিকল্পনা করে চলমান মামলার বিরোধী পক্ষরা চন্দ্র পাড়ার কামাল, জামাল, সুমন, ইমরান, রাসেল,সোহাগ, মাসুদ, মৌমিন চৌকিদার দুলাল,সহ আরো অনেক সন্ত্রাসীরা একত্রিত হয়ে নিহত শাহীনের মেডিসিনের ব্যবসার দোকানে প্রবেশ করে তাকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন বলেন এ ধরনের লিখিত কোন অভিযোগ পাইনি গত ৫ তারিখের ঘটনা তো আপনি জানেন, আমাদের থানাই তো ঘেরাও করা ছিল। আমরা এক প্রকার নিরাপত্তা হীনতায় ছিলাম। এদিকে নিহত শাহীনের পরিবার বলেন, আমরা নিহত শাহীনের মরদেহ ময়না তদন্তের জন্য অপেক্ষায় আছি রিপোর্ট হাতে পেলেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।