মানুষের সুখ ও শান্তির জন্য বিএনপি সর্বদা কাজ করে: সাবেক এমপি মিলন

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার:

 

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, বিএনপি সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। দেশের মানুষের সুখ ও শান্তির জন্য বিএনপি সর্বদা কাজ করে আসছে।

দেশ এবং দেশের মানুষের শান্তির লক্ষ্যে আগামী দিনগুলোতে বিএনপির সব নেতা—কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ছাতক শহরে এক শাস্তি মিছিল শেষে  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে কোন বিশৃঙ্খলা, ভাংচুর, সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্টের অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, এ দেশ আমাদের।
দেশের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে।

দলীয় নেতা কর্মীদের এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার উপরও তিনি গুরুত্ব দেন এবং সুনামগঞ্জ ৫ আসনে আওয়ামী লীগের সেই পুরনো সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির আর জায়গা হবে না বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *