
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী চট্টগ্রাম :
বোয়ালখালীতে কালুরঘাটে ফেরি থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত ট্যাক্সি নদীতে পড়ে গেছে। এতে একই পরিবারের চারজন লোক ছিলো,আহত অবস্থায় তাদের উদ্ধার করে অন্যান্য যাত্রীরা। তবে ট্যাক্সিটি পানিতে তলিয়ে গেছে বলে প্রাথমিক ধারনা করছে যাত্রীরা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় নদীর কালুরঘাটের পূর্বপ্রান্তে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী মোহামদ আছিব জানান, পূর্বপ্রান্ত থেকে ছেড়ে যাওয়া ফেরি ঘুরানোর সময় সিএনজিচালিত ট্যাক্সটি নদীতে পড়ে যায়।
এসময় ট্যাক্সিতে থাকা দুইজন মহিলা, এক শিশু ও চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আহত ট্যাক্সি চালক মো.সেলিম (৫০) জানান, তিনি মা খদিজা আকতার (৬৫), বোন ডেইজি আকতার (৩২) ও ছেলে সিহামকে (৮) নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। ফেরিতে উঠার পর হঠাৎ গাড়িটি নদীতে পড়ে গেছে। এসময় মোবাইল, জরুরি কাগজপত্রসহ গাড়ি নদীতে তলিয়ে গেছে। চালক সেলিম বোয়ালখালী উপজেলার কধুরখীল ইমাম নগর গ্রামের চাঁন বক্স সওদাগর বাড়ির নুরুল ইসলামের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুদ আলম বলেন, পানিতে পড়ে যাওয়া শিশুটি সুস্থ আছে। তবে চালক ও দুই মহিলাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।