মাছ ব্যবসায়ী রাসেল সরদারকে সাবেক চেয়ারম্যান দুলাল মাদবর, সাইফুল মাদবর, দেলোয়ার ছৈয়াল, মনির ফকির, পারভেজ ফকির, বাচ্চু ফকির, লিটন মাদবর ও নিজাম মাদবর কর্তৃক নির্মম হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি  :

গতকাল ০৬—১০—২০২৪ইং তারিখ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি কর্তৃক জনস্বার্থে আয়োজিত শরীয়তপুর জেলার ডামুড্যা থানার ইসলামপুর ইউনিয়নের মাছ ব্যবসায়ী রাসেল সরদারকে সাবেক চেয়ারম্যান দুলাল মাদবর, সাইফুল মাদবর, দেলোয়ার ছৈয়াল, মনির ফকির, পারভেজ ফকির, বাচ্চু ফকির, লিটন মাদবর ও নিজাম মাদবর কর্তৃক নির্মম হত্যাকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ২৭ সেপ্টেম্বর, ২০২৪ইং তারিখে আনুমানিক ১২ঘটিকার সময় ইসলামপুর ভাঙ্গা ব্রীজ এর সামনে উপরে উল্লেখিত আসামীরা কুপিয়ে হত্যা করে মাছ ব্যবসায়ী রাসেল সরদারকে। আসামীদের মধ্যে কেউ গ্রেফতার না হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আসামীরা বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। মামলা তুলে নেওয়া না হলে বাদী ও তাদের আত্মীয় স্বজনকে রাসেল এর মতো কুপিয়ে হত্যা করা হবে।

মানববন্ধনে বক্তরা বলেন, এ ধরণের একটি চাঞ্চল্যকর হত্যা মামলা দেশ স্বাধীন হওয়ার পর কোন ভাবেই মেনে নেয়া যায় না। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই বাংলাদেশের ও বাংলাদেশের মানুষের ক্ষতি করবে। নিহত রাসেল এর স্ত্রী শারমিন বেগম বলেন, আমার স্বামী এলাকায় অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছিলো।

আমাদের ব্যবসা ও পারিবারকে ক্ষতি করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবী জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আকাশ, সহ—দপ্তর সম্পাদক বৃন্দাবন মল্লিক নিহত রাসেল এর ভাই রোমান সরদার, ছেলে সামির সরকার, নিহতের মামা মজিবুর সরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *