প্রতারণা থেকে রেহাই পাচ্ছে না পুলিশ, আইনজীবী, ও সাংবাদিক 

এনামুল হক :

 

বিভিন্ন আইডি থেকে মেসেজ দিয়ে অনলাইন ভিত্তি ক কাজ করার কথা বলে সাধারণ জনগণের সরলতার সুযোগে লোট করছেন হাজার হাজার টাকা । বাংলাদেশে হ্যাকার রা তাদের কথার মাধ্যমেও হিপনোটাইস করে সাধারণ মানুষের থেকে টাকা বিকাশ করায়।

গত শুক্রবার চার এ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় সাংবাদিক এনামুল হক এর কাছ থেকে ইউটিউব ভিত্তিক কাজ করার কথা বলে প্রথমে ১০০০ হাজার থেকে টাকা নেওয়া শুরু করেন, প্রায় ২৫০০ পঁচিশ শত টাকা নিয়ে গেলে কাজ করবেনা বলে আরো টাকা দাবী করেন, তাকে আরো উস্কানিমূলক কথার মাধ্যমে টাকার পরিমাণ বারিয়ে তোলায়

। একসময় সাংবাদিক এনামুল হক বিষয় টা বুঝতে পেরে আইনের আশ্রয় নেন।

কিশোরগন্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন তিনি। এবং এর আগেও ফাইবার ৭১ এ অভিযোগ দিলে কোনো সমাধান রিপ্লাই পান নি।

সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে যদি এইসব হ্যাকারা এই ভাবে ক্রাইম করে। তাহলে সাধারণত মানুষের পথ চলা টা কতটা ভয়াবহ হতে পারে বলে মনে করুন।

বাংলাদেশ এর প্রশাসনের কাছে আবেদন থাকবে এদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার করে সাধারণ মানুষের অনলাইন, অফলাইনে পথ চলা টা সহজ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *