তাপস ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তার স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে হিসাব জব্দের নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

নির্দেশনায় বলা হয়েছে, ৩০ দিনের জন্য এসব হিসাব জব্দ করা হয়েছে। প্রয়োজনবোধে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। এরপর ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতারের পাশাপাশি ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার ফজলে নূর তাপসের হিসাব জব্দ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *