যড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে নবীউল্লাহ নবী

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

যে কোনো  যড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে বলেছেন বিএনপি নেতা ও ঢাকা—৫ আসনের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবীউল্লাহ নবী। ‘ঐতিহ্যগতভাবে বাংলাদেশে সকল ধর্মমতের মানুষ শান্তিতে বসবাস করছে। এখানে প্রতিটি ধর্মের উৎসব স্বাধীন ও নিরাপদে নিজস্ব ঐতিহ্য অনুযায়ী পালনের সুন্দর ব্যবস্থা রয়েছে। তাই ঢাকা—৫ আসনে দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে ঢাকা—৫ আসনে সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। এছাড়া আওয়ামী লীগ ও তার দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ রাজনৈতিক কার্যালয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যর প্রতিবাদে এক আলোচনা সভায় এসব কথা বলেন নবীউল্লাহ নবী। সভায় ৫০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শারদীয় দুর্গোৎসব পালনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতা নবীউল্লাহ নবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *