প্রেমে ভাঙন, ইউলিয়া সালমানকে নিয়ে নিজের মনের কথা ফাঁস করলেন

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

বলিউডে মোস্ট এলিজিবল ব্যাচেলরখ্যাত সুপারস্টার সালমান খানের প্রেমকাহিনি যে কোনো রূপকথার চেয়ে মোটেও কম নয়। বারবার প্রেমে পড়েছেন। তবে থিতু হননি কোথাও। সর্বশেষ ক্যাটরিনা কাইফের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর রোমানিয়ান সংগীতশিল্পী তথা অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতার খবর এখন পুরোনো। কয়দিন আগেই ‘ভাইজান’ বলেছিলেন। আর বিয়ে করবেন না। কারণ তার নাকি বিয়ের বয়স পেরিয়ে গেছে। তবে সম্প্রতি সালমানকে নিয়ে নিজের মনের কথা বলে ফেললেন ইউলিয়া। কী বলেছেন তিনি?

২০১৬ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। প্রায় আট বছর ধরে নাকি সম্পর্কে ছিলেন তাঁরা। বলিউড অন্দরের খবর, খান বাড়িতে একসময় থাকতেন এই বিদেশিনী।

অনেকেই ভেবেছিলেন, ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন তিনি। কিন্তু না, তেমন কিছু হয়নি। বরং একাধিকবার তাঁদের প্রেম ভাঙার খবর পাওয়া গেছে। এমনকি সালমান সাম্প্রতিক সময়ে একাধিকবার স্বীকার করেছেন তিনি আর বিয়ে করতে চান না। সম্প্রতি দুবাইয়ে বলিউডে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান ইউলিয়া। যদিও সালমানকে দেখা যায়নি, তখনই সালুমান প্রসঙ্গ উঠতেই ইউলিয়া বলেন, ‘‘ আমি ওঁকে কি ভুলতে পারি! আমার মনেই আছেন উনি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *