নিজেকে পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখা কঠিন: কারিনা

স্বাধীন সংবাদ ডেস্ক: 

 

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর বলেছেন, ১৭-১৮ বছর বয়সে প্রায় প্রত্যেকের স্বপ্ন থাকে একজন বড় অভিনেত্রী হওয়ার। কিন্তু ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকে থাকা রীতিমতো কঠিন সাধ্য একটি ব্যাপার। তিনি আরও বলেন, পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখা খুবই কঠিন।

সম্প্রতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন অভিনেত্রী কারিনা কাপুর। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে একজন অভিনেত্রীর কী ধরনের চ্যালেঞ্জ, সে বিষয়ে কথা বলেন কারিনা কাপুর। এ অভিনেত্রী বলেন, বলিউডে নিজেকে নতুন করে আবিষ্কার করার থেকে টিকিয়ে রাখা আরও কঠিন।  পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য সব সময় নতুনত্ব কিছু নিয়ে আসতে হয়। আমি ছাড়াও এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা বছরের পর বছর নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন। তবে এর জন্য প্রতি পাঁচ বছরে নিজেকে প্রশ্ন করতে হয়— আমি নতুন কি দিতে পারলাম ইন্ডাস্ট্রিকে?

অভিনেত্রী বলেন, আমি এমন একটি পরিবার (কাপুর) থেকে এসেছি, যেখানে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ তারা সবাই বড় অভিনেতা। তবে আমি কোথাও আমার চিহ্ন রেখে যেতে চাই। তিনি বলেন, প্রতি ১০ বছর পর সেখানে নতুন কেউ আসে, তাহলে আমি কীভাবে স্থায়ী হব?

কারিনা বলেন, নিজেকে টিকিয়ে রাখা খুব কঠিন। তাই আমি বেছে বেছে কাজ করি। সেটি বাকিংহাম মার্ডারস, সিংগাম, ক্রু বা জানে জান— এগুলো সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। আমি মনে করি, এটি বড়পর্দাতেও দুর্দান্ত হিট করত।

উল্লেখ্য, ২০০০ সালে জেপি দত্তের ‘রিফিউজি’ দিয়ে কারিনা কাপুরের বলিউডে আত্মপ্রকাশ। পরে তিনি ‘কভি খুশি কভি গম’, ‘যুবা’, ‘চামেলি’, ‘ওমকারা’, ‘যব উই মেট’, ‘টাশান’, ‘থ্রি ইডিয়টস’, ‘হিরোইন’, ‘সিংহাম রিটার্নস’, ‘গুড নিউজ’,’ লাল সিং চাড্ডা’, র মতো ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে জানে জান, ক্রু ও বাকিংহাম মার্ডারসে অভিনয় করে নজর কাড়েন কারিনা।

কারিনা কাপুরকে পরবর্তী সময়ে রোহিত শেঠির সিংহাম এগেইনে দেখা যাবে। অ্যাকশন-থ্রিলারটিতে অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, রণবীর সিং, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুর এবং অক্ষয় কুমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আগামী ১ নভেম্বর ২০২৪-এ মুক্তি পেতে চলেছে সিংহাম এগেইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *