
প্রভাস চক্রবর্তী:
বাংলাদেশ ভাতৃত্ব সমৃদ্ধ একটি দেশ। যে কোন সমস্যা সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। একতাই শক্তি। শারদীয় দূর্গা উৎসবে কেউ এ ভাতৃত্ব বন্ধনে অপ্রীতিকর ঘটনা ঘটালে তাদের কঠিন হস্তে দমন করা হবে।
৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম শিকদার
১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দিরে সুহৃদ ক্লাবের উদ্যোগে পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর শওকত, উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহীদুল আলম, বোয়ালখালী পল্লিবিদ্যুৎ সমিতির ০১ ডেপুটিম্যানেজার প্রকৌশলি শ,ম মিজানুর রহমান।
বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, দপ্তর সম্পাদক,নঈম উদ্দিন,বোয়ালখালী পূর্ব কোণের প্রতিনিধি সাংবাদিক পূজন সেন সদস্য শাহালম বাবলু,শ্যামল বিশ্বাস, অধীর দে, সুহৃদ ক্লাবের সভাপতি প্রভাস চক্রবত্তী সাধারণ সম্পাদক, প্রদীপ চৌধুরী,সিনিয়র সহ সভাপতি বিকাশ সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন দে, তুহিন চৌধুরী,চিরন্তন দত্ত,সঞ্জয় দত্ত রিংকু, প্রিয়ঞ্জিত চক্রবর্ত্তী,নিরুপম দে,সোমেন চক্রবর্ত্তী,চিন্ময় চৌধুরী,অন্যান্য নেতৃবৃন্দ।
মা দূর্গার সপ্তমী পূজা আরম্ভেকালে প্রধান অতিথি সনাতন হতদরিদ্রের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শারদীয় উপহার তুলেদেন।
আগামী শনিবার, সুহৃদ ক্লাবের উদ্যোগে
চিত্তরঞ্জন মঞ্চে প্রিয়ঞ্জিত চক্রবর্ত্তী, পরিচালনায় চিন্ময় চৌধুরীর সার্ব্বিক তত্বাবধানে রাত ৯ টায় ধর্মীয় মা চন্ডীর সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সবাইকে দেখার আমন্ত্রন রইল।