বিশ্বকাপ যাত্রার শেষটায় বাংলাদেশের চাওয়া সামর্থ্য অনুযায়ী ক্রিকেট

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবে আয়োজক বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সেমির রেস থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের এই ম্যাচে লক্ষ্য জয়ে আসর শেষ করা।

এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই অবস্থায় শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে চাওয়া নিজেদের সামর্থ্যের সবটুকু নিঙরে দিয়ে সেরা ক্রিকেট খেলা। বাংলাদেশ কোচ হাসান তিলকরত্নের প্রত্যাশা অন্তত তেমনটিই।

গ্রুপপর্বে এ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে বাংলাদেশ। বাকি তিন দলেরই পয়েন্টই সমান চার। তাই বাংলাদেশের সমানে সুযোগ রয়েছে সেমির সমীকরণ মেলানোর। তবে বাকিদের সঙ্গে নেট রান রেটের ফারাক এতটাই বেশি যে সেই স্বপ্ন এখন আর দেখছেন না বাংলাদেশ কোচ। বরং ভুল শুধরে সেরা ক্রিকেট দেখতে চান তিনি।

বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমরা সেখানে যাব আত্মবিশ্বাস ফিরে পেতে। আমরা কেবল সামর্থ্য অনুযায়ী খেলতে চাই। কেননা, এমন কিছু জিনিস আছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা আমাদের নিজেদের খেলা নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি। আমরা সেটাই চাইব।’

বাংলাদেশের দুশ্চিন্তার বড় কারণ ডট বল। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ৬৩টি ডট বল খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৭টি ডট বল খেলেছে বাংলাদেশ। যা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ কোচ। তবে এই পরিস্থিতি থেকে উন্নতি করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশ কোচ বলেন, ‘আমাদের ব্যাটিং কিছুটা উদ্বেগের বিষয়। আমরা ডট বলের শতাংশ কমাতে কাজ করেছি। যদিও এখনও আমরা সেই লক্ষ্যগুলি অর্জন করতে পারিনি। সবশেষ ম্যাচে আমরা ৫৭টি ডট বল খেলেছি। ইংল্যান্ডের বিপক্ষে, আমরা ৬৩টি। তাই, আমাদের এই দিকটিতে আরও উন্নতি করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *