আরও ৬ ফিলিস্তিনি ইসরাইলের বর্বরতায় নিহত

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে শনিবার ইসরাইলের বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি মেডিকেল সূত্র আনাদোলু নিউজ এজেন্সিকে এ তথ্য দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত উপত্যকাটিতে ৪২ হাজার ২০০ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলের বর্বর এ হামলায় ৯৮ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।

গাজায় ইসরাইলের চলমান অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দেশটির এহেন কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *