নববিবাহিত যুবকের বিষাক্ত মদপানে মৃত্যু

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

নাটোরের বড়াইগ্রামে বিষাক্ত মদপানে জয়ন্ত কুমার মন্ডল (২৪) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জয়ন্ত কুমার উপজেলার বাগডোব গ্রামের প্রভাত কুমার মন্ডলের ছেলে। তিনি মুদি ও গো-খাদ্যের ডিস্টিবিউটর ছিলেন। মাত্র তিন মাস আগে তিনি বিয়ে করেছেন।

নিহতের স্বজনরা জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে জয়ন্ত নাটোরে তার শ্বশুরবাড়িতে যান। সেখানে রোববার সকালে মদপান করেন। কিছুক্ষণ পরে তিনি অসুস্থ্যতা বোধ করেন এবং একাধিকবার বমি করেন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হলে জয়ন্ত নিজ বাড়িতে চলে আসেন। কিন্তু পরে আবারও অসুস্থ্য হলে তাকে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. আল মাসুদ মো. মিজানুর রহমান বিষাক্ত মদপানে জয়ন্ত’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *