মান ভালো নয় বিপিএলের, তাই খেলতে চান না ওয়ার্নার

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর মাঠে গড়াতে আর মাসদুয়েক বাকি। সোমবার (১৪ অক্টোবর) হবে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। এর আগে রোববার (১৩ অক্টোবর) বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। গত কয়েক আসরের মতো এবারও টুর্নামেন্টের বিদেশি খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন উঠছে।

সাধারণত ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে থাকা বা অখ্যাত বিদেশি ক্রিকেটারদেরই বেশি দেখা যায় বিপিএলে। আর দেশি ক্রিকেটাররা যে এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে ধাতস্থ হতে পারেননি, তার সবশেষ প্রমাণ ভারতের বিপক্ষে জাতীয় দলের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া।

মাঠের ক্রিকেটের মানের পাশাপাশি প্রশ্ন আছে মাঠের বাইরের পেশাদারিত্ব নিয়েও। প্রত্যেক আসরে নিম্নমানের সম্প্রচার থেকে শুরু করে মাঠের বাইরের নানা বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় বিপিএলকে। আর এসব কারণেই বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা বিপিএলে খেলতে আগ্রহবোধ করেন না।

সম্প্রতি ক্রিকেটার সাব্বির রহমান দেশের একটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের উদাহরণ টেনে বলেন, ‘আমি, বিজয়, ওয়ার্নার এবং নিশাম সবসময় একসঙ্গে সকালের নাস্তা করতাম। বিভিন্ন বিষয়ে কথা বলতাম। আমি ওয়ার্নারকে জিজ্ঞেস করেছি যে তুমি আমার সঙ্গে ২০১৯ সালে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছো, এরপর তুমি বিপিএল খেলতে আসোনি কেন?’

এই প্রশ্নের উত্তরে ওয়ার্নার বলেন, ‘দেখো সাব্বির, তখন একটা পরিবেশ ছিল খেলার জন্য। একসময় এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা তোমাদের এই টুর্নামেন্টে খেলতে যেত। এখন যে বিপিএল হয় তোমাদের দেশে, ওই পরিবেশে হয় না আসলে। ওরকম পেশাদারিত্ব থাকে না। টুর্নামেন্টটিকে তোমাদের আরও ভালো করতে হবে। পিএসএল (পাকিস্তান সুপার লিগ) বিপিএলের অনেক পরে শুরু হয়েছে। কিন্তু এখন দেখো পিএসএল কোথায় আছে আর বিপিএল কোথায় আছে, কথা শুনে লজ্জা লাগে আসলে।’

উল্লেখ্য, ২০১৯ আসরে বিপিএল খেলতে এসেছিলেন ডেভিড ওয়ার্নার ছাড়াও দেশটির তারকা ব্যাটার স্টিভ স্মিথ। সেসময় স্মিথ কুমিল্লার ও ওয়ার্নার খেলেছিলেন সিলেটের হয়ে। ওই আসরে রংপুর রাইডার্সের হয়ে এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটাররাও এসেছিলেন। ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল তখন নিয়মিতই বিপিএলে খেলতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *