হানিয়া আনন্দে আটখানা, পাকিস্তানি আলিয়া ভাট বলায়

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নিজের তুলনা করে আলোচনায় আসেন বাংলাদেশের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা।  তিনি জানান, অনেকেই তাকে হানিয়ার সঙ্গে তুলনা করে। এবার লুবাবার সেই পছন্দের অভিনেত্রী জানালেন, নিজ দেশে তাকে ভক্তরা পাকিস্তানি আলিয়া ভাট বলে ডাকে। আর এই নামে বেশ খুশি তিনি।

দেখতে অনেকটা একই রকম হওয়ায় বলিউড অভেনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তুলনা করা হয় হানিয়া আমিরের। আর এই বিষয়টি বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন হানিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার চিত্তাকর্ষক প্রতিভার প্রশংসা করেছেন হানিয়া।

হানিয়া স্বীকার করেছেন, আলিয়া ভাটের মতো দেখতে হওয়ায় বিনোদন জগতে কিছুটা বাড়তি সুবিধা পান তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি অনেক প্রজেক্ট পেয়েছি কারণ আমি আলিয়া ভাটের মতো।’ হানিয়া উদাহরণ টেনে বলেন, যখন ভারতের ব্র্যান্ডগুলি আলিয়া ভাটের সাথে চুক্তিতে স্বাক্ষর করে, তখন তারা প্রায়ই পাকিস্তানে সহযোগিতার জন্য তার সঙ্গে যোগাযোগ করে।

হানিয়া আলিয়া ভাটের প্রশংসা করে বলেন, ‘তিনি খুবই প্রতিভাবান এবং আশ্চর্যজনক অভিনেত্রী।’ হানিয়া  দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরসহ অন্যান্য বলিউড তারকাদের প্রতিও তার অনুরাগের কথাও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *