তানভীর নাহিদ :
ঢাকা: : রাজধানীর যাত্ররাবাড়ি ও কদমতলী থানা ও ধোলাইপাড় ৬১নং ওয়ার্ড এর রাজউক এর এলাকায় অননুমোদিত ৩টি ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
গতকাল সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে । মোবাইল কোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমীন, অথরাইজড অফিসার শেখ মো: এহসান ইমাম এবং সহকারী অথরাইজড অফিসার আব্দুর রাজ্জাক তোহা। ইমারত পরিদর্শক মাসুদ রানা, ফয়সাল জয়নাল আবেদিন ও রাফি। এসময় একটি বিল্ডিংএর কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়। পাশে আরেকটি বহুতল ভবনেরও কিছু অংশ বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়।
এই বিল্ডিংটি এ—নিয়ে তিনবার ভাঙ্গা হয়েছে। এ বিল্ডিং দুটি ধোলাইপাড় মসজিদের বিপরিত পাশে । পাশেই শড়াই রোডের বিপরিত পাশে আরেকটি বিল্ডিং থেকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত জানার জন্য সহকারী অথরাইজড অফিসার আব্দুর রাজ্জাক তোহা ও ইমারত পরিদর্শক মাসুদ রানাকে ফোন করলে উভয় বলেন, এখন কিছু বলতে পারব না। আগামীকাল বলতে পারব । প্রথম যে বিল্ডিংটি সামান্য হাতুড়ি দিয়ে কিছু অংশ ভাঙ্গা হয়েছে এই বিল্ডিংটির মালিক পালিয়ে যাওয়া শেখ হাসিনার কর্মী আওয়ামীলীগ নেতা আমানের। তার রয়েছে এলাকায় ব্যাপক দাপট।
ক্ষমতার দাপটে পাশ্ববর্তী ইকবাল সাহেবের বাড়ি ঘেষে তৈরি করেছে বিল্ডিংটি। যার চারপাশে কোনো খালি জায়গা নেই। পাশেই যে বিল্ডিংটি বুলডোজার দিয়ে কিছু অংশ ভাঙ্গা হয়েছে এই বিল্ডিংটির ১০০ পারসেন্ট জমির মধ্যে ১০০ পারসেন্টই বিল্ডিং করা হয়েছে। যদিও নিয়ম আছে ৪০ পারসেন্ট ছেড়ে ভবন নিমার্ণ করার। সাধারন মানুষের দাবি ঢাকা হবে একটি পরিকল্পিত নগরী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যদি সততার সহীত দায়িত্ব পালন করেন তাহলেই সম্ভব।