বেড়েছে পাসের হার ও জিপিএ ৫, বরিশালে

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

বরিশালে শিক্ষাবোর্ডে চলতি বছরের এইচএসসি পরিক্ষায় বেড়েছে পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা। এবার পাসের হার ৮১ দশমিক ৮৫। এবছর জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ১৬৭ শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল শিক্ষাবোর্ডে ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ কুমার গাইন।

গত বছরের চেয়ে এবার এক দশমিক ২০ শিক্ষার্থী বেশি পাশ করেছে বরিশালে। একই সঙ্গে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও বেড়েছে। গতবছর এই সংখ্যা ছিল ৩ হাজার ৯৯৩ জন।

গত বছর বরিশাল শিক্ষাবোর্ডে ৪১ শিক্ষার্থী বহিষ্কার হলেও এবার তা কমে হয়েছে ৩৩। সামগ্রিকভাবে এ ফলাফলকে ভালো বলছে বোর্ড কর্তৃপক্ষ।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেছেন, পাশের হার ও জিপিএ ৫ দুটিই গতবছরের তুলনায় বেড়েছে। একই সঙ্গে বহিষ্কারের সংখ্যাও কমেছে। এটিকে ভালো ফলাফলই বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *