অপূর্ব-ফারিণ থাকছেন অমির ‘হাউ সুইট’ এ

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

বর্তমান সময়ে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় নির্মাতাদের একজন হলেন কাজল আরেফিন অমি। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই নির্মাতা। এছাড়া তার প্রায় নাটকই ইউটিউবে কোটি ভিউ পায়।

সম্প্রতি ‘হাউ সুইট’ শিরোনামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন অমি। আগামী ১৬ অক্টোবর এক সংবাদ সম্মলেন এই ফিল্মের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।  ফিল্মটি প্রযোজনা করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

ফিল্ম সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অমির ‘হাউ সুইট’ ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন বর্তমান সময়ের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এর আগে অমির নির্মাণে ‘হঠাৎ দেখা’ নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব। আগামী ভালোবাসা দিবসে ফিল্মটি মুক্তি পাবে।

সবশেষ অপূর্বকে দেখা গেছে হইচইয়ের ‘গোলাম মামুন’ সিরিজে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার ‘চালচিত্র’ সিনেমা। কলকাতার এই সিনেমাটি পরিচালনা করেছে প্রতীপ ডি গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *