দক্ষিণ আফ্রিকার দল ঢাকায় পৌঁছেছে

দক্ষিণ আফ্রিকা দল ঢাকা পৌছেছে । বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টার কিছুক্ষণ আগেই পা রাখে প্রোটিয়া দল।

দক্ষিণ আফ্রিকা এই সিরিজে স্পিনারদের প্রধান্য দিয়ে দল গড়েছে। স্পিনার কেশভ মহারাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। তাদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ। অভিজ্ঞ কাগিসো রাবাদার সঙ্গে আছেন লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার। এই সিরিজে প্রোটিয়া দলে নতুন মুখ ম্যাথু ব্রিটজ।

আগামী ২১ অক্টোবর থেকে সিরিজের প্রথম টেস্ট মিরপুর শের—ই—বাংলা স্টেডিয়ামে শুরু হবে। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই সিরিজ দিয়েই বাংলাদেশে শুরু হবে নতুন কোচ ফিল সিমন্স অধ্যায়। গতকালই এক ঘোষণায় কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছিল বিসিবি। একইসঙ্গে চূড়ান্ত হয় ফিল সিমন্সের নিয়োগ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে, ডিওয়াল্ড ব্রেভিস ও লুঙ্গি এনগিডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *