ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক ফকির, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ও আলগী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল মোল্লা।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকা থেকে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক ফকির ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ এবং আলগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, আসামিরা বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।