কারো উচিত নয় সিনওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করা: স্টারমার

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

ইসরাইলি অভিযানে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর ঘটনায় কারো শোক প্রকাশ করা উচিত নয় বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ১৬ অক্টোবর গাজায় ইসরাইলি সেনার বিরুদ্ধে লড়াই করে মৃত্যুকে আলিঙ্গন করে নেন হামাস নেতা।

সিনওয়ারকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামাসের নজিরবিহীন হামলার পরিকল্পক মনে করা হয়। এই হামলার প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় ব্যাপক ধ্বংসাত্মক আক্রমণ শুরু করে ইসরাইল, যা গাজা যুদ্ধের সূচনা ঘটায়। গত এক বছর ধরে সিনওয়ারকে হন্ন হয়ে খুঁজেছে ইসরাইল।

বার্লিনে এক বক্তৃতায় স্টারমার বলেন, ‘হামাস নেতা সিনওয়ারের মৃত্যুতে কারো শোক করা উচিত নয়। এই গোষ্ঠীর নেতার ইসরাইলিদের রক্ত এবং সেইসাথে ফিলিস্তিনি জনগণের রক্ত ​​ছিল যারা বিশৃঙ্খলা ও সহিংসতায় ভুগছিল যা তিনি চেয়েছিলেন এবং উদযাপন করেছিলেন’।

তিন মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো হামাস তাদের শীর্ষ নেতাকে হারিয়েছে। এর আগে জুলাইয়ে গোষ্ঠীটির সাবেক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে এক গুপ্ত হামলায় নিহত হন।  ওই হামলাটিও পরিকল্পিতভাবে ইসরাইল চালিয়েছিল।

ইরান হামাসের সবচেয়ে শক্তিশালী মিত্র। দেশটি অর্থ ও অস্ত্র দিয়ে হামাসকে সমর্থন করে আসছে। হুমকি মোকাবিলায় ইসরাইলের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাওয়ার পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

স্টারমার আরো বলেন, ‘সমস্ত অঞ্চলজুড়ে যুক্তরাজ্য এবং মিত্ররা একসাথে কাজ করবে, কারণ আমরা জানি যে কোনও সামরিক সমাধান নেই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *