জামায়াতের মাইকিং, ব্যবসায়ীদের চাঁদা না দিতে

স্বাধীন সংবাদ ডেস্ক :  

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের চাঁদা না দিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের বন্দর বাজারের ফেরিঘাট, নতুন রাস্তা, কাঁচামাল ও মাছ বাজারে এ মাইকিং করা হয়। রসিদ ছাড়া টাকা তোলা এক ধরনের চাঁদাবাজি বলেও তারা মাইকিংয়ে উল্লেখ করেন।

এ সময় রসিদ ছাড়া কেউ টাকা চাইতে এলে তাকে বেঁধে রাখতে বলা হয়।

মাইকিংয়ের সময় ফেসবুকে লাইভ দেখানো হয়। ফলে লাইভ দেখে তাৎক্ষণিক অনেকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এটা ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করেন।এ প্রসঙ্গে বানারীপাড়া পৌর জামায়াতের আমির কাওছার হোসেন জানান, মাইকিং করে রসিদ ছাড়া কাউকে কোনো টাকা না দিতে ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। মাইকিংয়ের সময় আমিসহ উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা মোজাম্মেল হোসাইনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।জানা যায়, গত ৫ আগস্টের পর বন্দর বাজারের বৈধ ইজারাদার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন মোল্লা ইজারার টাকা (টোল) উত্তোলন করতে পারছেন না। পরিবর্তিত পরিস্থিতিতে একটি মহল বিশাল এ বন্দর বাজারের সব সেক্টর থেকে ইজারার টাকা উত্তোলন করছেন।

এদিকে ইজারা টোলের নামে চাঁদাবাজি বন্ধে জামায়াতের এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। ব্যবসায়ীসহ স্থানীয় সচেতনমহল তাদের সাধুবাদ জানিয়েছেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *