ভারতের বিমান পরিবহণ খাত বিপর্যস্ত

স্বাধীন সংবাদ ডেস্ক :

 

একের পর এক বোমা হামলার হুমকি এসেছে ভারতীয় বিমান পরিষেবায়। সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে প্রায় ৯০টির মতো বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে দেশটি।

ধারাবাহিকভাবে এই বোমা হুমকির জেরে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিমান পরিবহণ খাত ।

এনডিটিভির প্রকাশিত খবর অনুযায়ী, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ১১টি ফ্লাইটে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে । এয়ারলাইন্সগুলোর পাওয়া এমন হুমকির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, একের পর এক বোমার হুমকিতে ভারতীয় আকাশপথে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য তৈরি করেছে। উদ্বেগ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে।

পাশাপাশি উদ্বিগ্ন এয়ারলাইন্সগুলো, এমনকি দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *