সরেজমিনের পএিকায় সাংবাদিক শাহাদাত হোসেনকে জানে মেরে ফেলার হুমকি।

রাজিব আহমেদ:

চট্টগ্রামের পুরাতন চান্দঁগাও থানার আওতাধীন এলাকায় র‍্যাব ৭ সিপিসি ৩ ক্যাম্পের অফিসের অপর পাশে সন্ধ্যা সাতটার দিকে আসার সময় কিছু দুষ্কৃতকারীরা সাংবাদিক শাহাদাত হোসেনের উপরে অতর্কিতভাবে হামলা করার চেষ্টা করে, পরক্কনে সাংবাদিক শাহাদাত হোসেন জানতে পারে বিষয়টি তার পাওনা টাকা না দেওয়ার জন্য সন্ত্রাসীদেরকে লে লিয়ে দেন আলাউদ্দিন নামে অটো টেম্পু ব্যবসায়ী, ঘটনাস্থলে অবস্থা বুঝতে পেরে চান্দগাঁও থানা কর্মরত অফিসার ইনচার্জ কে কল দিয়ে সহযোগিতা চান, অফিসার ইনচার্জ এর নির্দেশে এস আই রেজাউল ঘটনাস্থলে এসে সাংবাদিক শাহাদাত কে বিপদমুক্ত করেন, এবং জানতে চান বিষয়টা কি, কেন মেরে ফেলার হুমকি ধামকি দেয়ল
জানতে চাইলে, ওখানে উপস্থিতত কয়েকজনের সাথে কথা বলে, যারা হামলার সাথে জড়িত ছিল।

পরবর্তীতে টেম্পু ব্যবসায়ী আলাউদ্দিন জানান আমার থেকে পাওনা টাকা আদায় করার জন্য এসেছেন সাংবাদিক শাহাদাত এবং আমি এই টাকা ১০-১৫ দিনের মধ্যে ওনাকে বুঝায় দেব, উপস্থিত এস আই রেজাউল আলাউদ্দিনের কাছ থেকে স্বীকারোক্তি ভিডিও ধারণ করেন, কিন্তু ওই স্থানে খালে ফেলে দিবে জানে মেরে ফেলে লাশ গুম করে ফেলবে এই কথাগুলোর জন্য এস, আই রেজাউলের সম্মুখে সরি বলেন তুহিন ও ফারুক নামের ব্যক্তি ,একজন পেশাদার সাংবাদিককে জনসম্মুখে প্রকাশ্য হুমকি দেয়াতে একজন সচেতন নাগরিক ও গণমাধ্যম কর্মী হিসেবে জীবনের নিরাপত্তার জন্য চান্দগাঁও থানায় একটি সাধারন ডায়েরি করেন করেন, জিডি নাম্বার ট্রেকিং নং 9Z5PSG জিডি নং ১২৯৩, তারিখ ২০১০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *